প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। Prime minister office job circular 2024
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
রাষ্টপতির কার্যালয়ে নিম্নে বর্ণিত পদে ও নিম্নবর্ণিত শর্তঅনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন এই নিয়োগ সার্কুলারে। রাষ্ট্রপতির কার্যালয় ১৬ টি পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
খালিপদ: ০৩
বেতন: গ্রেড ১৩ অনুযায়ী ১১,০০০ হতে ২৬,৫৯০/-
শিহ্মাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক(সম্নান) বা সমমানের ডিগ্রি, এবং
(খ) কম্পিউটার মুদ্রাহ্মরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে standard aptitude test উত্তীন হতে হবে।
২. সাঁটটি মুদ্রাহ্মরিক কাম কম্পিউটার অপারেটর
বেতন: গ্রেড ১৩ অনুযায়ী ১১,০০০ হতে ২৬,৫৯০
খালিপদ: ০৩
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাত্তক বা সমমানের ডিগ্রি,
(খ) কম্পিউটার প্রশিহ্মন প্রাপ্ত।
(গ) সাঁটলিপিতে সবনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এব্ং বাংলাতে ৪৫ শব্দ,
(ঘ) কম্পিউটার মুদ্রাহ্মরে গতি পরীহ্মায় সবনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ, এবং
(ঙ) কম্পিউটারে word prosseing সহ ই-মেইল ও ফ্যাক্র চালানোর অভিজ্ঞতা ও দহ্মতা থাকতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। Prime minister office job circular 2021
৩. পদের নাম: অফিস সহকারি-কাম-সহকারি কম্পিউটার মুদ্রাহ্মরিক
বেতন: গ্রেড ১৬ অনুযায়ি ৯৩০০ হতে ২২৪৯০
খালিপদ: ০৮
শিহ্মাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
(ক) স্বীকৃত বোড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীহ্মায় উত্তীণ।
(খ) কম্পিউটার প্রশিহ্মন প্রাপ্ত ;
(গ) কম্পিউটার মুদ্রাহ্মর গতি পরীহ্মায় সবনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ; এবং
(ঘ) কম্পিউটারে word prosseing সহ ই-মেইল ও ফ্যাক্র চালানোর অভিজ্ঞতা ও দহ্মতা থাকতে হবে।
৪. পদের নাম: ক্যাশিয়ার
বেতন: গ্রেড ১৪ অনুযায়ী ১০,২০০ হতে ২৪,৬৪০/-
খালিপদ:- ০১
শিহ্মাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে নূন্যতম দ্বিতীয় শ্রেণির স্নাত্তকক বা সমমানের ডিগ্রি সহ অন্যূন তিন বৎসরের বাস্তব কম অভিজ্ঞতা থাকতে হবে।
Prime minister office job circular 2024
৫.পদের নাম: বাবুর্চি
বেতন: গ্রেড ১৬ অনুযায়ী ৯৩০০ হতে ২২,৪৯০
খালিপদ: ০৪
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বোড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীণ সার্টিফিকেট সহ দেশী ও বিদেশী খাদ্য প্রস্তুত খ্যাতনামা কোন হোটেল /প্রতিষ্ঠান ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। Prime minister office job circular 2021
৬. পদের নাম: স্টোর কিপার
বেতন: গ্রেড ১৬ অনুযায়ী ৯৩০০ হতে ২২,৪৯০
খালিপদ: ০২
যোগ্যতার ও অভিজ্ঞতা
কোন স্বীকৃত বোড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীণ সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৭. পদের নাম: ডেসপাচ রাইডার
বেতন: গ্রেড ১৮ অনুযায়ী ৮৮০০ হতে ২১৩১০/-
খালিপদ: ০১
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীণ সার্টিফিকেট সহ ড্রাইভিং লাইস্নেস সহ মোটর সাইকেল চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
৮. পদের নাম: সাইকেল ম্যসেন্জার
বেতন: গ্রেড ১৯ অনুযায়ী ৮৫,০০ হতে ২০,৫৭০/-
খালিপদ: ০২
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীণ সাটিফিকেটসহ সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
৯.পদের নাম: অফিস সহায়ক
বেতন: গ্রেড ২০ অনুযায়ী ৮,২৫০ হতে ২০,০১০/-
খালিপদ: ১০
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীণ সার্টিফিকেট।
১০. পদের নাম: হাউজ লস্কর
বেতন: গ্রেড ১৯ অনুযায়ী ৮,২৫০ হতে ২০,০১০/-
খালিপদ: ০১
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীণ সার্টিফিকেট।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
১১. পদের নাম: খেদমতগার
বেতন: গ্রেড ২০ অনুযায়ী ৮,২৫০ হতে ২০,০১০/-
খালিপদ: ০৬
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীন সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৩ বৎসরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১২. পদের নাম: চোপদার
বেতন: গ্রেড ২০ অনুযায়ী ৮,২৫০ হতে ২০,০১০/-
খালিপদ: ০১
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীণ সার্টিফিকেট।
১৩. পদের নাম: সহকারী বাবুর্চি
বেতন: গ্রেড ২০ অনুযায়ী ৮,২৫০ হতে ২০,০১০/-
খালিপদ: ০১
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীন সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ২ বৎসরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
১৪. পদের নাম: খালাসী
বেতন: গ্রেড ২০ অনুযায়ী ৮,২৫০ হতে ২০,০১০/-
খালিপদ: ০৫
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমান পরীহ্মায় উত্তীণ সার্টিফিকেট।
১৫. পদের নাম: সহকারী বাবুর্চি মশলার্চি
বেতন: গ্রেড ২০ অনুযায়ী ৮,২৫০ হতে ২০,০১০/-
খালিপদ: ০১
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোন স্বীকৃত বোড হতে মাধ্যমিক বা সমমানের পরীহ্মায় উত্তীন সার্টিফিকেট
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১৬. পদের নাম: ভবন পরিচর্যাকারী
বেতন: বেতন: গ্রেড ২০ অনুযায়ী ৮,২৫০ হতে ২০,০১০/-
খালিপদ: ০৫
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
অষ্টম শ্রেণি উত্তীণসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের বাস্তব কাজের অভিজ্ঞতা, তবে পেশাগত ক্লিনারের হ্মেতে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন ফরম পূরণ এবং পরীহ্মায় অংশগ্রহনের হ্মেতে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১. ৬ মে ২০২১ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুএ কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের হ্মেত্তে বয়সের উর্ধ্বসীমা ৩২ বছর। মুক্তিযোদ্ধার পুএ-কন্যার পুএ-কন্যাদের (নাতি-নাতনী) বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর। ক্রমিক নম্বর ২ও ৪ এ উল্লিখিত পদের জন্যে বিভাগীয় প্রার্থীর হ্মেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পযন্ত শিথিলযোগ্য। বয়সের হ্মেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্ম্রত প্রার্থীগণকে যথাযথ কতৃপহ্মের অনুমতিক্রমে আবেদন করতে হবে;
৩. নিয়োগের হ্মেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরিবর্তিতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরন করা হবে;
৪. লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীহ্মায় অংশগ্রহণের জন্যে কোন প্রকার টি,এডি/এ প্রদান করা হবে না;
৫. মৌখিক পরীহ্মার সময় নিম্নোক্ত কাগজপএাদি দাখিল করতে হবে:
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
(ক) সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শ্ন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ ১ম শ্রেণির গেজেটেড কর্ম্কর্তা কর্তৃ্ক সত্যায়িত সকল সনদের ফটোকপি দাখিল করতে হবে।
(খ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওর্য়াড কাউস্লির কতৃক প্রদত্ত সনদ এবং ১ম শ্রেণির গেজেটেড কর্ম্কর্তা কতৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
(গ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুএ-কন্যার পুএ-কন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা পুএ-কন্যার পুএ কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড্ কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কতৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এহ্মেত্রে প্রার্থীর পিতা-মাতা নার এবং মুক্তিযোদ্ধার পুএ/কন্যার নাম উল্লেখ্য সহ মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্কের বিষয়টি সুস্পষ্টভাবে সনদে উল্লেখ্য করতে হবে।
(ঘ) ভবন পরিচর্যাকারী পদের হ্মেত্রে পেশাগত (Professional) ক্লিনারের প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত ‘হরিজন সনদ ’ এর মূলকপি প্রদর্শ্ন করতে হবে এবং সনদের সত্যায়িত ফটোকপি দাখির করতে হবে।
(ঙ) এতিম, শারীরিক প্রতিবন্ধী, হ্মুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরহ্মা সদস্য প্রার্থীদের হ্মেত্রে সবশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপহ্ম কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
(চ) সরকারি, আধা-সরকারি ও স্বায়িতশাসিত প্রতিষ্ঠানে কর্ম্রত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপহ্ম কতৃক প্রদত্ত অনাপত্তিপএ/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
৬. এ নিয়োগের হ্মেত্রে সবশেষ কোটা সংক্রান্ত জারিকৃত সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরন করা হবে।
৭. কতৃপহ্ম পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার অধিকার সংরহ্মন করেন।
৮. সকলপদের জন্যে লিখিত ও মৌখিক পরীহ্মার গ্রহন করা হবে। কেবলমাএ লিখিত পরীহ্মায় উত্তীর্ণ্ প্রার্থীগণই মৌখিক পরীহ্মার জন্যে যোগ্য বিবেচিত হবেন। তবে ১,২,৪,৭ ও ৮ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীহ্মায় উত্তীর্ণ্ প্রার্থীগণ মৌখিক পরীহ্মায় জন্যে যোগ্য বিবেচিত হবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৯. আবেদনপএ পূরণ সংক্রান্ত নির্দেশাবলি:
(ক) আগ্রহী প্রার্থীগণ http://bangabhaban.teletelk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপএ পূরণ করতে পারবেন। আবেদন সময়সীমা নিম্নরূপ:
* অনলাইনে আবেদনপএ পূরণ ও পরীহ্মার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ এপ্রিল ২০১৯, সকাল ১০:০০ টা।
* অনলাইন এ আবেদনপএ জমাদানের শেষ তারিখ ও সময় :১৫ এপ্রিল ২০১৯, রাত ১১:৫৯ টা।
উক্ত সময়সীমার মধ্যে user id প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপএ submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার এসএমএস এর মাধ্যমে পরীহ্মার ফি জমা দিতে পারবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
(খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈঘ্য ৩০০ pixel প্রস্থ ৩০০ pixel) ও স্বাহ্মর (দৈর্ঘ্য ৩০০ pixel প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্ব্বোচ 100kb ও স্বাহ্মরের সাইজ সর্ব্বোচ 60kb হতে হবে।
(গ) online এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্য্ক্রমে ব্যবহৃত হবে, সেহেতেু online এ আবেদনপএ submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঘ) প্রার্থী online এ আবেদনপএ ( Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাহ্মর upload করে আবেদনপএ submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। ণির্ভূলভাবে আবেদনপএ Submit করা সম্পন্ন প্রার্থী একটা user id, ছবি এবং স্বাহ্মরযুক্ত একটি Application’s copy পাবেন। উক্ত Application’s copy প্রার্থী প্রিন্ট অথবা Dowanload করে সংরহ্মন করবেন। Application’s copy তে একটি User id দেয়া থাকবে। উক্ত User id ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletelk pre-paid Mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্ত ২ টি Sms করে পরীহ্মার ফি বাবদ ১-৭ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ১১২/-(একশত বার) টাকা [পরীহ্মার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ্ ১২/- টাকা] এবং ৮-১৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ৫৬/- টাকা [ পরীহ্মার ফি ৫০ এবং টেলিটকের সার্ভিস চার্জ্ ৬/- টাকা] অনাধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
(ঙ) প্রথম sms: bbn<space> user id লিখে 16222 নম্বরে send করতে হবে।
Example : BBN ABCDEF
Reply : Application’s name , tk 112/56 will be charged as application fee, your pin is **********.
To pay fee type BBN<space>pin and send to 16222.
দ্বিতীয় sms: bbn<space> yes<space> pin লিখে 16222 নম্বরে send করতে হবে।
Example : BBN Yes **********
Reply: Congratulations Applications name, Payment completed successfully For ********* User id is (ABCDEF) and password(**********).
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিশেষ্যভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীহ্মার ফি না দেয়া পযর্ন্ত Online আবেদনপএ কোন অবস্থাতেই গৃহিত হবে না।
(চ) Sms এ প্রেরিত user id এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বর, পদের নাম, ছবি, পরীহ্মার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশ পএ প্রাথী Download পূর্ব্ক print ( সম্ভব হলে রঙ্গিন করে নিবেন।) প্রার্থী কর্তৃক এই প্রবেশপএটি লিখিত পরীহ্মার অংশগ্রহণের সময় এবং এবং লিখিত পরীহ্মায় উত্তীর্ণ্ হলে ব্যবহারিক/মৌখিক পরীহ্মার সময় অবশ্যই প্রদর্শ্ন করতে হবে।
(ছ) প্রবেশপএ প্রাপ্তির বিষয়টি http://bangabhaban.teletelk.com.bd অথবা রাষ্টপতির কার্যালয়ের ওয়েবসাইটে www. bangabhabon .gov. bdএ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীকে যথাসময়ে জানানো হবে।
Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীহ্মা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সর্বাহ্মনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরন করা বান্ছনীয়।
(জ) শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User id, Serial No, এবং Pin পুনরুদ্ধার করতে পারবেন।
* User id জানা থাকলে BBN<space>HELP<space>user id লিখে 16222 নম্বরে Send করতে হবে.
Example: BBN HELP USER ABCDEF
* User pin জানা থাকলে BBN<space>HELP<space>pin<space>pin no. লিখে 16222 নম্বরে Send করতে হবে.
Example: BBN HELP PIN ABCDEF
Online-এ আবেদন করতে কোন সম্যসা হলে vas.query@teletelk.com.bd ইমেইল অথবা টেলিটক হটলাইন ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।
১০. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপহ্মের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ মে ২০১৯ রাত ১১.৫৯ মিনিট।
ছবি থেকে বিস্তারিত জেনে নিন...
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আমাদের ওয়েবসাইটটি আপনি আপনার ব্রাউজার বুকমার্ক্ করে রাখতে পারেন কারন আমরা নিয়মিত বিভিন্ন চাকুরির খবর প্রকাশ করে থাকি।
আমরা যেসকল চাকুরির খবর প্রকাশ করে থাকি তাহল: সরকারি চাকুরির খবর, বেসরকারি চাকুরির খবর, চাকুরির খবর ২০২২৪, এনজিও চাকুরি, নতুন চাকুরি, পত্রিকার চাকুরির খবর, সাপ্তাহিক চাকুরির খবর, প্রতিদিনের চাকুরির খবর, বাংলা চাকুরির খবর, নতুন চাকুরি, সব চাকুরির খবর, প্রধানমন্ত্রীর কার্যালয় সার্কুলার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি ২০২৪,প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন,বিভিন্ন পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। prime minister office job circular 2024 ,govt job circular , national security intelligence bangladesh job circular 2024, www. pmo .gov . bd job circular, nsibangladesh job circular 2024, jobs news all bd, bd jobs today, jobs all news, news bd jobs, bd jobs news today, bangla jobs news, weekly jobs news, newspapers jobs, newspaper jobs today.
This blog post is very useful for me because many days I am searching for that type article but not find now finally I found this article thank you so much for giving very useful information regarding commenting . do follow comment is very important for SEO and backlink and also google ranking of any website. acquiring backlink form its own website by technical of commenting in this article , all useful technical has given which is very important for any website owner and blogger.
ReplyDeletethanks once again